অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট স্বরণীয় করে রাখলেন ক্রেইগ আরভিন। তার সেঞ্চুরীতে ভর করে ঢাকা টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান তোলে জিম্বাবুয়ে।
দিনের শেষে বিকেলে ভয়ঙ্কর হয়ে ওঠা আরভিনকে তুলে নিলেন দিনের সবচেয়ে সফলতম বোলার নাঈম হাসান। দিনের খেলা মাত্র ১০ বল বাকি থাকতেই নাঈম হাসানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরভিন। ২২৭ বল মোকাবেলা করে তিনি সংগ্রহ করেন ১০৭ রান। বাউন্ডারির মার ছিল ১৩টি।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ালো ৯০ ওভারে ৬ উইকেচ হারিয়ে ২২৮ রান। রান তোলার গড় ছিল ২.৫৩ করে। একেবারে খাঁটি টেস্ট ইনিংস মনে হবে যেন এটাকে। ৯ রান নিয়ে উইকেটে রয়েছেন রেগিস চাকাভা এবং কোনো রান না নিয়ে ডোনাল্ড তিরিপানো।
বাংলাদেশের সফল বোলার নাইম হাসান। তিনি নিয়েছেন ৪টি উইকেট। দুটি আবু জায়েদ রাহী।