লা লিগায় মায়োর্কার কাছে প্রথমবারের মতো হারের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মায়োর্কার লাগো জুনিয়র। ১-০ গোলে জয় তাদের।
এই হারের কারণে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে যেতে ব্যর্থ হলো। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শীর্ষেই রয়েছে। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসিরা। আর রিয়াল মাদ্রিদ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। এল ক্ল্যাসিকো সামনে হলে বেশ জমে উঠত। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ের লড়াই বলা যেতো।
রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে ৭৪ মিনিটের পর ১০ জন নিয়ে খেলেছে। আলভারো লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। মায়োর্কা রিয়াল মাদ্রিদকে গোলমুখে সফল হতে দেয়নি। চমৎকারভাবে লিড ধরে রেখেছিল তারা। অবশেষে সফলও হয়েছে দলটি। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগায় এই প্রথম হারের মুখ দেখল।