প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদের আরগায় রাজ প্রাসাদে সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে আরগায়ে রাজপ্রাসাদে সৌদি বাদশাহ’র সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বৈঠকে দু’দেশের পারস্পরিক র্স্বাথ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
শেখ হাসিনা সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সন্ধায় সৌদি আরবে পৌঁছেন। সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শুক্রবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।