ডিএমপি নিউজঃ প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ আশরাফ আলী খান (৫২) ও মোঃ আব্দুল কাদির আনোয়ার (৪৩)।
০৪ নভেম্বর, ২০২০ মগবাজর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট জোনাল টিম।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ জুনায়েদ আলম সরকার ডিএমপি নিউজকে জানান, গ্রেপ্তারকৃতরা প্রথমে সাধারণ মানুষের সাথে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এরপর তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনো আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তারা উক্ত পরিচয় প্রদানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যান। তাদের এমন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ।
এডিসি মোঃ জুনায়েদ আলম সরকার আরো বলেন, প্রতারকরা করোনাকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে করোনা মহামারী সংক্রান্তে প্রণোদনা প্যাকেজ হতে ১৫-২০ লক্ষ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।