প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন গণভবনে। শনিবার (১০ জুন) অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি মোনাজাত পরিচালনা করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানতে চান।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যার্টনি জেনালেল মাহাবুবে আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী, অধ্যাপক রুহুল হক, ক্রীড়াবিদ সালাউদ্দিন আহমেদ, কৃষিবিদ আমিরুল ইসলামসহ পেশাজীবী নেতারা অংশ নেন।