অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এক কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৭৭৩ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন।
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে দেওয়া এসব চেক বুধবার (৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি) বিকেলে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গ্রহণ করেন তিনি।
এর মধ্যে রয়েছে, শেয়ার ট্টিপ লিমিটেড ১৫ লাখ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট এক কোটি , চট্টগ্রাম ফোরাম উওরা ঢাকা তিন লাখ ৫০ হাজার, কিডস টিউটোরিয়াল ছয় লাখ ৪৫ হাজার, লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এলামাইন এসোসিয়েশন এক লাখ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ২৫ লাখ, নওয়াপাড়া গ্রুপ ২০ লাখ, এডিসন ইন্ডাস্ট্রির লিমিটেড পাঁচ লাখ, ইন্টারকন্টিনেন্টাল কনসালটেন্সি এন্ড টেকনোক্রেট প্রাইভেট লিমিটেড দুই লাখ ৩২ হাজার ১৯৪, বারাকা পাওয়ার লিমিটেড দুই লাখ আট হাজার ২৩৭, ফ্রেম এপারলেস ১০ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড দুই লাখ ৪৩ হাজার ২০৭, কর্ণফুলী পাওয়ার লিমিটেড এক লাখ ৪৬ হাজার ১৮৫, বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এক লাখ ৩৯ হাজার ৯৫০, পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড তিন লাখ ৩০ হাজার, এস এস সি ১৯৯১ ফাউন্ডেশন, মোহাম্মদপুর ৫০ হাজার এবং মোঃ নাহিদ আলম ১০ হাজার টাকা।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তথ্যসূত্র: বাসস।