ডিএমপি নিউজ : বিদেশ থেকে পাঠানো স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন প্রবাসীর আত্মীয়কে না দিয়ে আত্মসাৎ করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ নুরুল্লাহ ফকির।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীফ দেওয়ান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর থাকেন । তিনি গত বছরের ২০ নভেম্বর তার পরিচিত মোহাম্মদ নুরুল্লাহ ফকিরের মাধ্যমে বাংলাদেশে তার আত্মীয়ের জন্য ১২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের বার ও ১টি মোবাইল ফোন পাঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন সকালে তার আত্মীয়ের নিকট সেগুলো দেওয়ার কথা থাকলেও নুরুল্লাহ তা না দিয়ে কৌশলে সেখান থেকে চলে যান। তার সাথে যোগাযোগ করলেও এগুলো সে দিতে অস্বীকার করে। প্রবাসী শরীফ দেওয়ানের আত্মীয় গত ৯ ফেব্রুয়ারি এ ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নুরুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। গতকাল শনিবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২টি স্বর্ণের চেইন যার ওজন ৯৯.৪২ গ্রাম উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার মামলায় গ্রেফতারকৃত নুরুল্লাহকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।