ডিএমপি নিউজঃ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে চার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- আবুল বাশার (২৮), আইনুল ইসলাম (২৬), ইয়াকুব হোসেন তৌফিক (২৩) ও আলমাছ মোহাম্মদ রাইসুল গনী (২৬) ।
গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ভর্তি পরীক্ষার ফটো কপি এ্যাডমিড কার্ড ০৬ টি এবং বিভিন্ন নামে ঢাকা বোর্ডের ০৬ টি, যশোর বোর্ডের ০১ টি ও চট্রগ্রাম বোর্ডের ২ টি মার্ক সিটের মূল কপি জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ৬ অক্টোবর’১৭ ভোর সাড়ে ৪ টায় রাজধানীর মিরপুর থানাধীন কল্যাণপুর নতুন বাজারস্থ ঢাকা কোচিং সেন্টারের সামনে হতে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের সহযোগী পলাতক পাভেল, আব্দুর রহমান ও জয় পরীক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়ার লোভ দেখিয়ে মোটা অংকের টাকা নেয়ার চুক্তি করতো।
এ সংক্রান্তে মিরপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।