ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হযেছে জিম্বাবুয়ে। সাভারের বিকেএসপিতে মোহাম্মদ সাইফুদ্দিন ও এবাদত হোসেনের বোলিং তোপে ৪৬.৩ ওভারে ১৭৮ রানে অল আউট হয় সফরকারীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় ওভারে এবাদত হোসেনের বলে আউট হন ওপেনার ক্রেইগ আরভিন। পরের ওভারে সাইফুদ্দিনের বলে সাজঘরে ফেরেন ব্রেন্ডন টেইলর। তার ব্যাট থেকে আসে ৬ রান। এক পর্যায়ে ৪৭ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। পরে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও এলটন চিকুম্বুরা মিলে ১২৮ রানের জুটি গড়েন।
৪৪তম ওভারে শেষ বলে চিকুম্বুরাকে বোল্ড করেন সাইফুদ্দিন। ৪৭ রান করে আউট হন চিকুম্বুরা। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাসাকাদজা। ১৩৪ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০২ রান করে এবাদতের বলে আউট হন তিনি। বিসিবি একাদশের হয়ে ১৯ রান খরচায় ৫ উইকেট নেন এবাদত। আর ৩২ রানে ৩ উইকেট নেন সাইফুদ্দিন।