ডিএমপি নিউজঃ প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় রাজধানীর মিরপুর থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের নাম-মোসাঃ নাদিরা বেগম ও জিহাদ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (১৮ নভেম্বর ২০২২ খ্রি.) দিবাগত রাত পৌনে তিনটায় মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে গাড়িতে করে মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তারা প্রাইভেটকারে করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করতো। ঘটনার দিন তারা প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে মধ্য পীরেরবাগ এলাকায় আসে। এরপর মিরপুর মডেল থানা পুলিশের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।