‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়ার এবারের প্রাণিসম্পদ সেবা সপ্তাহের পর্দা নামছে আজ (২৫ জানুয়ারি, বৃহস্পতিবার)। রাজধানীর খামারবাড়ী সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে অনুষ্ঠিত হবে এ সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন বিকেল সাড়ে ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম (এমপি), মীর শওকত আলী বাদশা (এমপি) ও নারায়ন চন্দ্র চন্দ (এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এবং স্বাগত বক্তব্য রাখবেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক। সমাপনী অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও স্টল ব্যবস্থাপনা বিষয়ে পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, সুসজ্জিত ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড ও বাউল দলের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে গত শনিবার (২০ জানুয়ারি) রাজধানীতে শুরু হয় ৬ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮। পরে বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) এর অডিটোরিয়ামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন।