প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদিরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই বদলির প্রজ্ঞাপন জারি করে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালকে গত ২০ জানুয়ারি ভারপ্রাপ্ত সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।
একই প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হককে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।