ডিএমপি নিউজ: অজ্ঞাত নামের ৪ বছরের একটি শিশু পাওয়া গেছে। ১৯ জুলাই’ ১৮ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ টার দিকে পল্টন মডেল থানাধীন গুলিস্তান এলাকায় স্থানীয় লোকজন কান্নাকাটি করা অবস্থায় পেয়ে পল্টন মডেল থানা এলাকার টহল পুলিশের নিকট হস্তান্তর করে। থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ঠিকানা বলতে না পারায় ভিকটিমের নিরাপদ হেফাজতের জন্য তাকে ভিকটিম সার্পোট সেন্টারে রাখা হয়েছে।
তার গায়ের রং কালো, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, যখন তাকে পাওয়া গিয়েছিল তখন তার পরণে সাদা কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
এই শিশুকে কেউ যদি চিনে বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫)।