ডিএমপি নিউজঃ শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এবারও চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (২০ মার্চ ২০২২) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব বেনকুয়িট হলে অনুষ্ঠিত হয় এই দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ পুলিশ দল ১১ খেলায় ২০ পয়েন্ট পেয়ে তারা শিরোপা জয় করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার))।
বাংলাদেশ পুলিশ দলের পক্ষে এবারের লিগে অংশগ্রহণ করেন- অধিনায়ক ড. শোয়েব রিয়াজ আলম, ভারতের জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এরিগাসি অর্জুন, ভারতের জাতীয় রানারআপ গ্র্যান্ড মাস্টার ডি, গুকেশ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান দলের সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করে। এই লিগে সাইফ স্পোর্টিং ক্লাব, রানার্সআপ এবং বাংলাদেশ বিমান তৃতীয় স্থান লাভ করেছে। সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ বিমান উভয়েই ১১ খেলায় ১৮ পয়েন্ট করে অর্জন করে।
উল্লেখ্য, প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এটি বাংলাদেশ পুলিশের হ্যাটট্রিক শিরোপা জয়। এর আগে ২০১৯ এবং ২০২০ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগেও বাংলাদেশ পুলিশ শিরোপা জয় করেছিল।