ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও তাদের এই জয়টি ছিল আত্মঘাতী গোলের সৌজন্য পাওয়া।
গতকালের ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের জন্য মরিয়া ছিল তাদের খেলোয়াররা। ম্যাচের ৬২ শতাংস বলের দখল তাদের ছিল। কিন্তু গোল পেতে ব্যার্থ হয় তারা। অবশেষে ম্যাচের ৫৩ মিনিটে ক্রেইগ ডওসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে ম্যান সিটি ৫৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে।