ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে লিভারপুল। ম্যান ইউকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন কডি গাকপো, নুনেজ ও সালাহ। ৮৮ মিনিটে সর্বশেষ গোলটি করেন ফিরমিনো।
এ ম্যাচে জয়ের ফলে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নাম্বারে রয়েছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে ম্যান ইউ।