ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটি। প্রথমার্ধে কোনো গোল না পাওয়া দলটিকে বিরতির পর এগিয়ে নেন নাথান আকে। এরপর ব্যবধান দ্বিগুণ করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন হলান্ড। ম্যাচের অপর গোলটি করেন ফিল ফোডেন।
এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা সিটি ৭৯ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে গেল। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।