ডিএমপি নিউজ: ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শনিবার শেখ রাসেলের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে পুলিশ এফসি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ দুপুর পৌনে তিনটায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের আজকের খেলায় শেখ রাসেলকে পুলিশ এফসি পরাজিত করে। পুলিশ এফসির ফরোয়ার্ড মরিলো খেলার ৬৫ মিনিটে একমাত্র গোলটি করেন। মরিলো ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগের প্রথম খেলায় পুলিশ এফসি ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে লিগের সূচনা করে।