ডিএমপি নিউজঃ ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়েছে লিভারপুল। এবার তাদের শিকার আর্সেনাল।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত গতকালের ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ক’দিন আগেই তারা হারিয়েছে প্রিমিয়ার লীগের আরেক শক্তিশালী দল চেলসিকে।
তবে খেলার ২৫ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল আর্সেলাল। কিন্তু ম্যাচের ২৮ মিনিটেই সাদিও মনের গোলে খেলায় ফিরে লিভারপুল। এরপর ৩৪ মিনিটে এন্ডো রবার্টসন ও ৮৮ মিনিটে দিয়াগো জোটার গোলে জয় নিশ্চিত তারা।