আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
গতকাল ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এই ম্যাচের ১১ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১৮ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরে তিউনিশিয়া।
১৯ মিনিটে রিচারলিসনের গোলে আবারও এগিয়ে ব্রাজিল। ২৯ মিনিটে পেলাট্রি থেকে নেইমার করেন তৃতীয় গোলে। ৪০ মিনিটে রাফিনহার নিজের দ্বিতীয় ও ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন। ৭৮ মিনিটে পেড্রো করেন পাঁচ নাম্বার গোলটি।