সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক লংকানরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার ব্যাট ৯ উইকেটে ২০৩ রান করে শ্রীলংকা। জবাবে অভিষিক্ত স্পিনার থিকসানার ঘুর্নিতে পড়ে ১২৫ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। লংকান থিকসানা ৩৭ রানে ৪ উইকেট নেন।
প্রথম দুই ম্যাচ শেষে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার সিরিজে ১-১ সমতা ছিলো। তাই সিরিজের শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।