ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেছে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। আর বাংলাদেশের ৩ ম্যাচে সংগ্রহ পুরো ৩০ পয়েন্ট।
তিনে থাকা ইংল্যান্ডের ৬ ম্যাচে ৩০ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চারে থাকা পাকিস্তানের সংগ্রহ ৩ খেলায় ২০ পয়েন্ট। ২ খেলায় ২০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আফগানিস্তান।