ডিএমপি নিউজঃ করোনার কারণে রাফায়েল নাদালকে দেখা যায়নি ইউএস ওপেনে। তবে পছন্দের ফ্রেঞ্চ ওপেনে ঠিকই র্যাকেট হাতে ক্লে কোর্টে নেমেছেন এ তারকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান খেলোয়াড় ইয়ানিক সিনেরকে হারিয়ে সেমিতে উঠেছেন তিনি। নাদালের ফর্মের সামনে কোয়ার্টারে পাত্তা পাননি সিনের। শেষ পর্যন্ত ৭-৬, ৬-৪, ৬-১ গেমে জেতেন নাদাল।
নাদালের জেতা ১৯টি গ্র্যান্ড স্ল্যামের ১২টিই ফরাসি ওপেনে। ইউএস ওপেনে শিরোপা জিতেছেন চারবার, উইম্বলডনে দুইবার, অস্ট্রেলিয়ান ওপেনে একবার।
অন্য কোয়ার্টারে ডোমেনিক থিয়েমকে ৭-৬, ৫-৭, ৬-৭, ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্জম্যান।
সেমিফইনালে নাদালের প্রতিপক্ষ আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্জম্যান।