ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আব্দুর রাব্বি (২০)। বুধবার (২৯ জুলাই) সকাল ০৮.১৫ টায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানার বনগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় জঙ্গীবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও উগ্রবাদ সম্পর্কিত বই উদ্ধার করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব ইন্টেলিজেন্সের ভিত্তিতে আব্দুর রাব্বিকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুর রাব্বি নিজেকে নব্য জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। ফেসবুক আইডি ও ফেসবুক পেইজ ব্যবহার করে দেশে ইসলামী খেলাফত সংক্রান্ত মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে সে এবং তার সহযোগীগণ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলো। জঙ্গী কার্যক্রমের মাধ্যমে যেকোন মূল্যে কথিত খেলাফত প্রতিষ্ঠা করাই ছিলো তাদের দলের মূল উদ্দেশ্যে। সেই লক্ষ্যে তারা ফেসবুকসহ বিভিন্ন সিকিউরড অ্যাপস ব্যবহার করে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।
বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, এই কর্মকান্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরী করতো এবং অনলাইনে তা বিরতণ করতো। এসব প্রক্রিয়াতে তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদেরকে অন্তর্ভূক্তির অপচেষ্টা চালিয়ে আসছিল। তাছাড়া ফেসবুক পেইজ ও গ্রুপে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, মুজিববর্ষ নিয়ে কটূক্তি, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহের চেষ্টা করে আসছিলো।
আব্দুর রাব্বির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।