পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে সংসদে তিনটি বিল পাশ হয়েছে। এ বিলগুলোতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রয়োজনীয় বিধানের সংযোজন করা হয়েছে।
আজ ২৪ জানুয়ারি, ২০২১ (রবিবার) মহান সংসদে বিল তিনটি পাশ হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পৃথকভাবে বিল তিনটি পাসের প্রস্তাব করেন।
বিল তিনটি হচ্ছে- ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।