ভুল করে সংস্থার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ইউ১২ প্লাস’ ফাঁস করেছে HTC নিজেই। সংস্থার ওয়েবসাইটের পরীক্ষামূলক সাবডোমেনে দেখা গিয়েছে নতুন ডিভাইসটি। সাবডোমেনটিতে ছবি, কিছু স্পেসিফিকেশন এবং বাজারমূল্য ফাঁস হয়েছে ডিভাইসটির। ৬জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজসহ ডিভাইসটির দাম বলা হয়েছে ৯২০ মার্কিন ডলার।
ছয় ইঞ্চি ডাব্লিউকিউএইচডি+ রেজুলিউশান এলসিডি পর্দার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬জিবি র্যাম, ৬৪জিবি বা ২৫৬জিবি স্টোরেজ এবং ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে ডিভাইসটিতে। এর পাশাপাশি ডিভাইসটির সামনে পিছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে পেছনে একটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল সেন্সর থাকবে। আর সামনে দুটোই আট মেগাপিক্সেল সেন্সর রাখা হতে পারে। বুধবার সংস্থার তরফে ফোনটি প্রকাশ্যে আনার কথা রয়েছে।
নতুন এই ডিভাইসটি দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৯, অ্যাপলের আইফোন X এবং হুয়াওয়ে পি২০ প্রো’র মতো ডিভাইসগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই সংস্থা।