প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গোলিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচের জয়ী দল ফাইনালে মোকাবেলা করবে লাওসকে। সোমবার (২৯ এপ্রিল) প্রথম সেমিতে তারা কিরগিজস্তানকে হারিয়েছে ৭-১ গোলে।
এ ম্যাচে জয় নিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী সানজিদা-তহুরাদের গুরু ছোটন। একইসঙ্গে তার আশা, ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে জ্বলে উঠবে বাংলাদেশের ফরোয়ার্ডরা।
চোটের কারণে সেমিফাইনালে থাকছেন না দলের দুই সেরা খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না এবং কৃষ্ণা রানী সরকার। তবে সাইড বেঞ্চ শক্তিশালী হওয়ায় এ নিয়ে চিন্তিত নন ছোটন।
আসরের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিরগিজস্তানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের জয় ছিল ২-১ ব্যবধানের।