এটিপি ট্যুর ফাইনালের সপ্তম শিরোপার পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেলে সুইস সুপারস্টার রজার ফেদেরার। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে অপরাজিত থেকে এটিপি ট্যুর ফাইনালসের ফাইনালে উঠেছেন তিনি।
বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে মারিন চিলিচকে ৬-৭, ৬-৪, ৬-১ হারান কিংবদন্তি এ টেনিস তারকা। সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েম বা ডেভিড গফিনের মধ্যে কেউ একজন।
এদিকে টুর্নামেন্টে যদি আর দু’টো ম্যাচ জিতে যান ফেদেরার, তবে তিনি ১৫০০ পয়েন্ট পাবেন। যার অর্থ হবে ৩৬ বছর বয়সী ফেদেরার ২০১৮ সাল শুরু করবেন রাফায়েল নাদালের চেয়ে মাত্র ১৪০ পয়েন্ট পিছিয়ে থেকে।
এদিন অবশ্য আরও একটা পালক যোগ হল ফেদেরারের মুকুটে। সবচেয়ে বেশি পুরস্কার মূল্য জেতার ব্যাপারে টাইগার উডসকে টপকে গেলেন তিনি।