ফিফার বর্ষসেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ফেবারিটরাই। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ২০১৭ সালের বর্ষসেরা কোচদের সংক্ষিপ্ত ১২ জনের তালিকা প্রকাশ করে।
রিয়াল মাদ্রিদের ডাবলস জয়ী কোচ জিনেদিন জিদান, বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে এতে জায়গা করে নিয়েছেন। রয়েছেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানে অ্যালেগ্রি, চেলসির কোচ আন্তনিও কোন্তে, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা এবং বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি।
বর্ষসেরা কোচদের তালিকায় জায়গা পাওয়া অন্যান্যরা হলেন- লিওনার্দো জার্দিম (মোনাকো), জোয়াকিম লো (জার্মানি), হোসে মরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরিসিও পচেত্তিনি (টটেনহ্যাম ), ডিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও তিতে (ব্রাজিল)।
ফিফার অধিভুক্ত দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক,নির্বাচিত মিডিয়া এবং দর্শকদের ভোটাভুটিতে সেরা কোচ নির্বাচন করা হবে। আগামী ২১ আগস্ট থেকে ভোট প্রদান শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্ব পর্যন্ত।
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা তিনের তালিকা প্রকাশ করবে ফিফা। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়, বর্ষসেরা নারী খেলোয়াড়, বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী কোচ, ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য সেরা তিনজনের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৩ অক্টোবর ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরার নাম ঘোষণা করবে ফিফা।