পুরস্কারের জন্য সোমবার নতুন আরো দু’টি মহিলা ক্যাটাগরি প্রবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ক্যাটাগরি দু’টি হচ্ছে বর্ষ সেরা গোলরক্ষক ও দল। যা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদান করা হবে।
এই বছর ফিফা বর্ষ সেরা পুরস্কার বিতরণী অনুষ্টানটি আয়োজিত হবে ২৩ সেপ্টেম্বর মিলানে। ফিফার উপ-মহাসচিব জনিমির বোবান বলেছেন, ‘মহিলা ফুটবলের এই পুরস্কার প্রবর্তনের জন্য বর্তমান সময়ের চেয়ে বেশি উপযুক্ত সময়ের কথা আমি ভাবতে পারছি না।’
এর ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য ১১টি ক্রাটাগরির পুরস্কার নির্ধারণ করা হয়েছে। যেখানে অন্তর্ভুক্ত রয়েছে বর্ষসেরা পুরুষ ও মহিলা ফুটবলারের খেতাবও। ২০১৮ সালের এই খেতাব দু’টি পেয়েছিলেন যথাক্রমে ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ ও ব্রাজিলের মার্তা।
আগামী ৭ জুন থেকে ফ্রান্সে শুরু হতে যাচ্ছে মহিলাদের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট।