ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে জার্মানী। গত সপ্তাহে কনফেডারেশন্স কাপ জয়ের মাধ্যমেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা এবার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করলো।
রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানী ১-০ গোলে চিলিকে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদ পায়।
এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও তারা ফেবারিট হিসেবেই নি:সন্দেহে মাঠে নামবে। দুই বছরের বেশী সময় পরে জার্মানরা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি পুনরায় দখল করলো।
জার্মানীর শীর্ষস্থান দখলে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের ঠিক আগে থেকে ব্্রাজিল দ্বিতীয় ও আর্জেন্টিনা তৃতীয় স্থানে নেমে গেছে।
ফিফা শীর্ষ ১০ র্যাঙ্কিং :
১. জার্মানী (+২)
২. ব্রাজিল (-১)
৩. আর্জেন্টিনা (-১)
৪. পর্তুগাল (+৪)
৫. সুইজারল্যান্ড (+৪)
৬. পোল্যান্ড (+৪)
৭. চিলি (-৩)
৮. কলম্বিয়া (-৩)
৯. ফ্রান্স (-৩)
১০. বেলজিয়াম (-৩)