কামব্যাক করছেন এষা দেওল। তবে পূর্ণদৈর্ঘ্যের ছবি নয়, শর্ট ফিল্ম ‘কেকওয়াক’-এ যাবে এই বলিউড অভিনেত্রীকে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। ছবিতে এষাকে দেখা যাবে একজন শেফ-এর চরিত্রে।
মার্চ মাসের শেষের দিকে শুটিং শুরু হবে কলকাতায়। এষা জানান, ” এই প্রজন্মর একজন নারীর ব্যক্তিগত ও পেশাদারী জীবনের ছবি ফুটে উঠেছে ‘কেকওয়াক’-এ। তখন রাম কমল আমার মায়ের বায়োগ্রাফি লেখার জন্য আমার ইন্টারভিউ নিচ্ছিল। হঠাৎ করেই তার মাথায় ছবির আইডিয়াটা আসে।”
বিয়ে, স্বামী, সংসার, সন্তান সব মিলিয়ে হাজারো দায়িত্ব নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন এষা। ভেবেচিন্তেই লম্বা একটা ব্রেক নিয়েছিলেন। তিনি বললেন, ” আমার মেয়ে রাধ্যা এখন খুবই ছোট। তাই এখনই পূর্ণদৈর্ঘ্যের ছবি করতে পারব না। ভরতকে বলেছি, কিছুদিন ওর কাজ থেকে ব্রেক নিতে। ততদিনে আমার শুটিং শেষ হয়ে যাবে। আমি সত্যিই লাকি, ভরতকে সঙ্গে পেয়ে। ও আমায় ভীষণ সাপোর্ট করে।”
ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার ও অরিত্র দাস। এষার বিপরীতে রয়েছেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ তরুণ মালহোত্রা।