প্রশান্ত মহাসাগরে টাইফুনের আঘাতে শুক্রবার ফিলিপাইনের একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে জাহাজটির ১১ ভারতীয় কর্মী নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, শুক্রবার ফিলিপাইনের উপকূলের উত্তর সীমা থেকে ২৮০ কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় মালবাহী জাহাজটি। শুক্রবার সকালে ওই ডুবন্ত জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। ৩৩ হাজার ২০৫ টনের এমারেল্ড স্টার নামে জাহাজটিতে ২৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। ঘটনাস্থলের কাছাকাছি ভাসমান তিনটি জাহাজ ডুবন্ত জাহাজ থেকে ১৫ জন নাবিককে উদ্ধার করে। কিন্তু খোঁজ মেলেনি ১১ জন ভারতীয় কর্মীর।
জাপানের কোস্ট গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার শিকার জাহাজের কর্মীদের রক্ষা করতে ঘটনাস্থলে দুটি টহলদারি নৌকা ও তিনটি উড়োজাহাজ পাঠানো হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।