ডিএমপি নিউজঃ ফিলিপাইনে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার ফিলিপাইনের মিন্দানাওয়ে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ৭.৫।
মাটি থেকে ৬৩ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের পরেই জারি হয় সুনামি সতর্কতা। রয়টার্স সূত্রে খবর, মধ্যরাতের আগেই সুনামির প্রথম ঢেউ আসার আশঙ্কা রয়েছে। তা চলতে পারে বেশ কয়েক ঘণ্টা।
এমনিতেই ফিলিপাইন অত্যন্ত ভূকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে। গত মাসেই রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পনে দক্ষিণ ফিলিপাইনে আট জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১৩ জন নাগরিক। ভেঙে পড়েছিল ৫০টি বাড়ি। এ বারের কম্পনে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এখনও জানা যায়নি হতাহতের সংখ্যাও। এরই মধ্যে আশঙ্কা বৃদ্ধি পেল সুনামির সতর্কবার্তা জারি হওয়ায়।
সূত্রঃআনন্দবাজার