৪০ দিন পর তাদের গণঅনশন ভেঙ্গেছেন ইসরাইলি কারাগারগুলোতে বন্দি প্রায় দেড় হাজার ফিলিস্তিনি । কারা কর্তৃপক্ষ তাদের কিছু দাবি মেনে নেওয়ায় সমঝোতার ভিত্তিতে তারা এই আন্দোলনের সমাপ্তি টানেন। সমঝোতা অনুযায়ী, বন্দি ফিলিস্তিনিরা এখন থেকে প্রতি মাসে দুইবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন ।
বিবিসি জানায়, প্রায় দেড় হাজার ফিলিস্তিনি বন্দি ইসরাইলি কারাগারগুলোতে মানবিক সঙ্কটের প্রতিবাদে গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেন । এই গণঅনশনের নেতৃত্বে ছিলেন ফাতাহ নেতা মারওয়ান বারঘুতি। অনশনকারীদের দাবিগুলোর মধ্যে ছিল, পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয়া, মাসে দু বার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ পুনর্বহাল করা, পরিবারের দ্বিতীয় পর্যায়ের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া, সাক্ষাতের সময় বাড়ানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেয়া। সেই সঙ্গে কারাগারে চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি করেন বন্দিরা।
শুরুতে এসব দাবি মানতে রাজি ছিল না ইসরাইলি কর্তৃপক্ষ। কিন্তু ফিলিস্তিনি বন্দিরা টানা ৪০ দিন তাদের অনশন চালিয়ে গেছেন। ৪০ দিন পর দু’পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং স্থানীয় সময় শুক্রবার রাতে অনশন ভাঙতে রাজি হন বন্দিরা।
প্যালেস্টেনিয়ান সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুসারে, বর্তমানে ইসরাইলের কারাগারগুলোতে সাড়ে ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদের মধ্যে ৫শ’ জন প্রশাসনিক বন্দি। ১৯৬৭ সালের পর থেকে ইসরাইলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।
কারাগারে চিকিৎসা সেবার অভাবে অনেক বন্দি স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগেন। এছাড়া কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বন্দিদের সঙ্গে বাজে আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।