রাজধানী ঢাকাতে ফুটওভার ব্রিজ ব্যবহার না করার অপরাধে ২৮ জনকে ৩৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড্ডা নতুন বাজার ক্রসিং এ জনগণকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি বলছিলেন, জনগণকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়, ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন এবং উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।
ফুটওভারব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।