ব্রাডলি লরি ফুটবল দুনিয়ায় পরিচিত ‘লিটল সুপার হিরো’ হিসেবে। শুক্রবার মাত্র ছয়বছর বয়সেই ফুটবল বিশ্বকে কাঁদিয়ে অন্তহীন নিস্তব্ধতায় চলে গেছে লরি ।
মাত্র ১৮ মাস বয়সে শরীরে দুরারোগ্য ক্যানসার ‘নিউরোব্লাস্টোমা’ বাসা বাঁধার পর ফুটবল দুনিয়ার গভীর সখ্য গড়ে উঠেছিল ফুটবল–অন্তঃপ্রাণ শিশুটির সঙ্গে। শুক্রবার সেই ভালোবাসার বাঁধনটা ছিঁড়ে লরি চলে গেছে না–ফেরার দেশে। লরির মৃত্যু হয়েছে ডারহামের বাড়িতে, মা–বাবার কোলেই। খবরটা তাঁরাই জানিয়েছেন ফেসবুকে। আর এরপরই গোটা ফুটবল বিশ্ব লরি বন্দনায় মেতে উঠেছে। অনুপ্রেরণাদায়ী লরির জন্য অনেকের চোখে জল ঝরেছে।
‘নিউরোব্লাস্টোমায়’ আক্রান্ত সান্ডারল্যান্ডের সমর্থক লরির চিকিৎসার জন্য উঠেছিল লাখ লাখ পাউন্ড। সবার প্রার্থনা ছিল, সৃষ্টিকর্তা যেন তাঁর শক্তির বলে সুস্থ করে দেন মায়াভরা চোখের এই শিশুকে। কিন্তু ক্যানসার তাকে ছিনিয়েই নিয়ে গেল জোর করেই, সবার ভালোবাসার মাঝখান থেকে।