ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সবে। বিয়ের পর মধুচন্দ্রিমা, রাখি, গণেশ পুজো, জন্মাষ্ঠমী কাটানোর পর এবার ফের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী।
যেখানে তাঁকে সবুজ রঙের একটি শাড়ি পরে সাজতে দেখা যায়। পাশাপাশি নুসরত সাজেন ফুলের গয়নায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরত যখন সেই ছবি শেয়ার করেন, তখন উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তরা।
পরিবারের সঙ্গে সময় কাটানো সব সময়ই যে এক অন্যরকম অনুভূতি দেয়, তা স্পষ্ট করেন তৃণণূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ। পাশাপাশি তিনি আবার নতুন করে নতুন বউ সেজেছেন বলেও জানান টলিউড অভিনেত্রী।
বিয়ের পর ‘অসুর’ দিয়ে টলিউডে ফের নতুন করে কামব্যাক করছেন নুসরত জাহান। এই সিনেমায় নুসরতের সঙ্গে রয়েছেন জিত এবং আবির চট্টোপাধ্যায়। ‘অসুরে’ তিন বন্ধুর গল্প শোনানো হবে বলেও জানা যাচ্ছে।