ডিএমপি নিউজ রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সবসময় জনসচেতনতামূলক কার্যক্রম ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে বিভিন্ন সময়ে ব্যতিক্রমী ও সৃষ্টিশীল উদ্যোগ নিয়েছে।তারই ধারাবাহিকতায় ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরা জোনের পক্ষ থেকে আজ ১৯ ফেব্রুয়ারি রবিবার বিভিন্ন ট্রাফিক ইন্টার -সেকশনে মতবিনিময় সভা করা হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পথচারীদের ফুটওভার ব্রীজ ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। সেইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম গতিশীল করতে আবুল হোটেল ট্রাফিক ইন্টার-সেকশনে একটি প্রতীকী মোবাইল কোর্ট বসানো হয়।
এই প্রতীকী মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, অতিঃ উপ-পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি ও রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পূর্ব বিভাগ) মোহাম্মদ মইনুল হাসান জানান, দূর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম একটি কার্যকরী ও যুগোপযোগী নিয়ামক, সেজন্যই আমাদের এ সচেতনতামূলক কার্যক্রম বিভিন্ন জোনে অব্যাহত রয়েছে। সময়ে সময়ে কার্যকরী দিক-নির্দেশনার মাধ্যমে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।