ডিএমপি নিউজঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য পোস্ট করে প্রচার করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম- তাওহীদ ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেয়া সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ ডিএমপি নিউজকে জানান, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।
সাইবার এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেইসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। অতঃপর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) বেলা ০৩:৫০ টায় বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিম উদ্ধার করা হয়।
রমনা মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাইবার এ পুলিশ কর্মকর্তা জানান।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ, পিপিএম এর তত্ত্বাবধানে সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।