ডিএমপি নিউজ : গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জাহিদ হাসান (৩২) ও আরাফাত হোসেন (২১)। তাদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদরের কাথন্দা মোড়লপাড়ায়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাপ্তান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে ভোর ০৫:১০ ঘটিকায় কাপ্তান বাজারের গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ জাহিদ ও আরাফাত নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় জাহিদের দেহ তল্লাশি করে তার নিকট থাকা কালো রঙের স্কুল ব্যাগ থেকে দশ বোতল ফেনসিডিল এবং আরাফাতের নিকট থাকা একটি সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্য থেকে আরো ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে ওয়ারীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।