ডিএমপি নিউজ : রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রাহাত আলী।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) এএসআই মিকাঈল মোল্লা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিমান বন্দর ফুট ওভার ব্রীজের নিচ থেকে রাত ৯:৩০টায় তাকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।