ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল থেকে ফেন্সিডিল ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- আমিরুল ইসলাম (৩৫), জিয়ারুল সরদার (২৬), মোঃ জাহিদ হাসান (২১) ও মোঃ ইকবাল হোসেন (২০)। এ সময় তাদের হেফাজত হতে ৩০০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
১৩ মে ২০১৯ সন্ধ্যা ৭.৫৫ টায় বংশাল থানার নবাব ইউসুফ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সাতক্ষীরা হতে মাদক ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা রুজু হয়েছে।