সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বলিউডের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। তবে দীর্ঘ দিন পর ফের ভক্ত ও দর্শকদের সামনে হাজির হতে চলেছেন কপিল।
আসছে ফেব্রুয়ারিতেই শোটি আবারও সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলেই দেখা যাবে। জানা গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ‘দ্য কপিল শর্মা শো রিটার্নস’ শিরোনামে অনুষ্ঠানটি প্রচারিত হবে। বরাবরের মতো কপিল শর্মাই থাকছেন মূল উপস্থাপক হিসেবে। তবে, এবারের মৌসুমে পাওয়া যাবে না সুনীল গ্রোভারকে।
উল্লেখ্য, এর আগে সুনীল গ্রোভারের শো ছেড়ে চলে যাওয়া, শো-এর দৃশ্যধারণের সময় সেটে কপিলের উপস্থিত না থাকা ও বারবার অসুস্থ হয়ে পড়া ইত্যাদি কারণে আগস্টে বন্ধ হয়ে গিয়েছিলো ‘দ্য কপিল শর্মা শো’।