অশান্ত ভূস্বর্গে ফের গ্রেনেড হামলা। সোমবার জম্মু, কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
জানা গিয়েছে, সোপোরের বাস স্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই গ্রেনেড হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর এএনআই সূত্রে।
আহতদের সকলকেই চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিস সূত্রে প্রাথমিকভাবে এই খবর পাওয়া গিয়েছে।