যুক্তরাষ্ট্র আবার বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে । তাছাড়াও চীন এবং চীনা রফতানির ওপর নতুন করে শুল্ক আরোপ করবে না ওয়াশিংটন। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা নিয়ে তারা ‘ছন্দে ফিরতে শুরু করেছেন’। তবে কবে নাগাদ দুই দেশের মধ্যে ফের আলোচনা শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। খবর: রয়টার্স।
গতকাল(২৯ জুন) ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বলতে গেলে গোটা বিশ্বের নজর ছিল এর দিকে। সবার প্রত্যাশা, এ বৈঠকের মাধ্যমে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যকার বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়া শুরু হবে। অর্থাৎ বাণিজ্যযুদ্ধের মাত্রা আর বাড়বে না। এ দ্বন্দ্বের কারণে উভয় দেশের কোম্পানিগুলো এরই মধ্যে কোটি কোটি ডলার লোকসানে পড়েছে, ম্যানুফ্যাকচারিং ও পণ্য সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।