ফের ব্যালন ডি’অর পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এ নিয়ে পাঁচবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন সিআর৭৷ আগের বছর লিওনেল মেসিকে হারিয়ে তিনিই সেরা হয়েছিলেন৷ এবারও আর্জেন্টিনার ওই জনপ্রিয় তারকা ধরাশায়ী হলেন রোনাল্ডোর কাছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে ফিফার তরফে ওই ট্রফি তুলে দেওয়া হয়৷
বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সম্মান হিসেবেই বিবেচিত হয় এই পুরস্কার৷ ১৯৫৬ সালে ফরাসি পত্রিকা ‘ফ্রান্স ফুটবল’-এর হাত ধরে এই পুরস্কারের সূচনা হয়েছিল৷ ইতিহাসের সেই ধারা আজও প্রবহমান ফুটবল জগতে৷ তারপর থেকে কেটে গিয়েছে প্রায় পাঁচ যুগেরও বেশি সময়৷ এখনও এই পুরস্কার জিততে তৎপর থাকেন বিশ্বের সমস্ত ফুটবলাররা৷ গত কয়েক বছরে যদিও সেরার লড়াই চলছে মূলত মেসি ও রোনাল্ডোর মধ্যে৷ এবারও তাই হয়েছে৷ তবে বার্সেলোনার তারকা ফুটবলার মেসিকে হারিয়ে দিয়েছেন সিআর৭৷ ১৭৩ জন সাংবাদিকের ভোটে তিনিই হয়েছেন সেরা৷ মেসি এবার দ্বিতীয় স্থানে৷ তিন নম্বরে রয়েছেন নেইমার৷
গত অক্টোবরে মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার হয়েছিলেন রোনাল্ডো৷ ব্যাক্তিগত দুরন্ত পারফরম্যান্স ছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি খেতাব জেতায় ব্যালন ডি’’অরের পঞ্চম খেতাব জেতা প্রায় নিশ্চিত করে ফেলছিলেন পর্তুগিজ অধিনায়ক৷
২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’’অর পেয়েছিলেন রোনাল্ডো৷ ২০১৩ ও ২০১৪ সালেও ফিফা ব্যালন ডি’’অর জেতেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার৷ তারপর ফিফার ব্যালন ডি’’অর প্রদানে এসেছে বিবর্তন৷ ২০১৬ সালেও ব্যালন ডি’’অর জেতেন রোনাল্ডো৷ চলতি বছরে এই পুরস্কার পেয়ে রোনাল্ডো ছুঁয়ে ফেললেন চির প্রতিদ্বন্দ্বী মেসিকে৷ দুই তারকাই পাঁচবার করে জিতলেন ব্যালন ডি’’অর৷