ডিএমপি নিউজঃ গৃহবধূর অপ্রীতিকর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃত হলেন, শওকত হোসেন। তার বাসা নগরীর খুলশী থানার ষোলশহর এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন ডিএমপি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন সোমবার চট্টগ্রাম কোতোয়ালী থানার রাইফেল ক্লাব এলাকা থেকে ঐ যুবককে গ্রেফতার করা হয়।
তিনি ডিএমপি নিউজকে বলেন, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ওই তরুণীর সাথে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন শওকত। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের দুজনের মধ্যে। এরমধ্যে তরুণীর সাথে কিছু অপ্রীতিকর ছবি তোলে রাখেন শওকত। সম্প্রতি ওই তরুণীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে ওই তরুণীকে উত্যক্ত করা শুরু করেন তিনি। সেই সাথে ভুক্তভোগী তরুণীকে বিভিন্নভাবে খারাপ প্রস্তাব দিয়ে আসছিলেন শওকত। তার কথা না শুনার কারণে ওই তরুণীর সাথে তোলা অন্তরঙ্গ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।
গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, এ বিষয়ে ভুক্তভোগী ওই তরুণীর স্বামী পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। তাদের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ শওকতকে গ্রেফতার করে।
উত্যক্তের শিকার নারীর স্বামী বাদি হয়ে শওকতের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।