ডিএমপি নিউজ: `এসিআই মটরস লিমিটেডের’ নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এর নামে ফেসবুকে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ভিডিও আপলোডকারীকে গ্রেফতার করেছে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃত হলো- মোঃদৌলতখান (২৫)।
সাইবার সূত্রে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর, ২০২০) চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত হতে অভিনেত্রী সানাই এর ছবি এডিট করে ইয়ামাহা মোটর সাইকেলের ওপর বসিয়ে দেয়া ছবি, এসিআই কোম্পানীর বিভিন্ন পণ্যের ছবি দিয়ে বাজে মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি সংযুক্ত ভিডিও এবং ০১টি SAMSUNG Galaxy A7 (2017) মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সাইবার সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত উদ্দেশ্য প্রনোদিতভাবে এসিআই মটরস সহ এসিআই কোম্পানীর বিভিন্ন পণ্য এবং এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এর নামে ফেসবুকে বাজে মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ভিডিও, ছবি এবং কন্টেট ফেসবুক আইডি ও ইউটিউবে আপলোড করে।