ইউটিউবের চেয়ে ফেসবুক ভিডিও বেশি জনপ্রিয়। যারা ফেসবুক ব্যবহার করেন তাদের বেশিরভাগই ভিডিও দেখেন। ফেসবুক অ্যাপে ফিড স্ক্রল করা শুরু করলেই সব ভিডিও নিজে থেকেই চলতে শুরু করে। এর ফলে অকারণে ফোনের ডাটা খরচ হয়। যদিও ওয়াইফাইয়ের মাধ্যমে এই ফিচার ব্যবহার করলে কোন সমস্যা নেই।
অটো প্লে চালু থাকলে মোবাইল ডেটা গ্রাহকদের অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমের কারণে খরচ বাড়ে। তবে শুধু ডাটা নয়, অপ্রয়োজনীয় ভিডিও প্লে করে নষ্ট হয় ফোনে ব্যাটারিও। তবে আপনি না চাইলে খুব সহজে ফেসবুক অ্যাপে ভিডিও অটো প্লে বন্ধ করতে পারেন।
কীভাবে অটো প্লে বন্ধ করবেন?
ব্রাউজারে ফেসবুক ডটকম ওয়েবসাইট ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
হোম পেজে ডান দিকে উপরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন।
এবার Settings and Privacy অপশন বেছে নিন। এর পরে সিলেক্ট করুন Settings।
এর পরে বা দিকে মেনু থেকে Videos অপশন সিলেক্ট করে নিন। এখানে Video Autoplay অপশন বন্ধ করে দিন। তথ্য সূত্র: টেকজুম ডটটিভি।